সোমবার, ১ নভেম্বর, ২০২১

দুর্গাদাস মিদ্যা-র কবিতা


কোনো এক কবির কথা

        ভালোবাসার আগে নাকি নগ্ন হতে হয়

        আমি ভাবি
        ভালোবাসার আগে মগ্ন হতে হয়
          হাজার হোক সে তো ভাই 
          মনের আগল খোলা
         স্পর্শ সুখে মগ্ন হলে 
         হয় সে আপন ভোলা। 
       কুয়োর জল তুলতে হলে 
          তোলা তেমন সহজ নয়
        দড়ি বালতির বাঁধন  খোলা
           সঠিক জানতে হয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন