সোমবার, ১ নভেম্বর, ২০২১

নীলাব্জ চক্রবর্তী-র কবিতা

লবণের স্মৃতি 


মন কৃষিকাজের প্রতিপাদ্যে ভোরের ফিল্টার

ঘন এক স্প্রিং হয়ে

শিথিলতায়

এই তো কেমন স্মার্ট হয়ে

হে তীব্র নিরাবেগ

একজন অন্যমনস্ক বোতাম

মনের যে মতো

ছায়ার অর্ধেক ভেঙে

চলে যাওয়া কাঁচ

কমফোর্ট জোনের কবিতায়

আয়না বলতে বলতে

ঘাম রক্ত

ছন্দবদ্ধ

লবণের স্মৃতি এত কেন ভালবাসো...

 

৪টি মন্তব্য: