সোমবার, ১ নভেম্বর, ২০২১

বিশ্বজিৎ রায়-এর কবিতা

 

পাওয়া

সাদাপাতার ওপর দিয়ে
যে পিঁপড়ের দল হাঁটছিল,
ওদের অনুসরণ করতে করতে 
পৌঁছে গেলাম অচেনা এক গুহামুখে ---

'চিচিং ফাঁক ' বলে 
বন্ধ দরজা খুলতেই দেখলাম
ভেতরে বসে আছে আমার 
পূর্বজন্মের আত্মীয়স্বজন,  বন্ধুবান্ধব... 

1 টি মন্তব্য: