সোমবার, ১ নভেম্বর, ২০২১

নীলিম গঙ্গোপাধ্যায়-এর কবিতা


পর্ণ উল্টালে পর্ন

এই ব্যবসায় কোনো কাঁটা বা হাড় থাকে না 

                         গোলাপি মাংসে বালিকার

কোনো অসম্ভব থাকে না

                 শরীরের কৃত্রিম শীৎকার টোনে

                                      ব্যবসা সংবিধানে

কৃষ্ণকায় প্রৌঢ়ের বিশাল পেশী প্রত্যঙ্গ

        খারিজ করে দেয় ধারণার অগম্যাগমন

 

ঘূর্ণায়মান পৃথিবীর বুকে

                           সোনার কদম্বফুল ফোটে

          এদেশ ওদেশ আনন্দে চালাচালি করে

                           বিস্তর ব্যবসা বনমালিদের

সশব্দ দৃশ্যমান মুদ্রার অন্তরালে

                                 নিঃশব্দ মুদ্রার ঝনঝনা

 

যে সরীসৃপ লুক্কায়িত মানুষের ভয়ে

               মানুষও দূরত্বে থাকে ছোবল সীমার

                  তারাই বিকশিত সত্য হয়ে ফোটে 

 

অথচ পৃথিবীর বিরাট ধামা সদাব্যস্ত

ঢেকে ফেলে এইসব আদিম ফুল এবং ক্ষত

নাটকের বিকল্প বিনোদন বহমান সমান্তরাল

 

সাত সমুদ্রের অন্ধ উষ্ণায়ন

ক্রমাগত স্ফিত হয় পৃথিবীর কানায় কানায়

নগ্ন আঁশটে বালিকারা মিথ্যা হরমোন

    নূপুরের মতো স্বর্ণশৃঙ্খল নিক্কণ শোনায়

ব্যাক স্টেজে বড়ো হয়ে ওঠে, থাকে বাস্তব

       মাংসের অসম্ভব অমোঘ বিশ্ব-উৎসব

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন