ছায়া কায়া
আমি নিশ্চয় করে বলতে পারি আমার গতিবিধির কথা আপনারা কেউই জানেন না। হত দরিদ্র সেজে থাকলে আপনাদের সন্দেহ হতো, আবার দামী পোশাক পরে বড় গাড়ি নিয়ে ঘুরলে পিছনে সুরক্ষাবাহিনী জোঁকের মত লটকে পড়ত। কিন্তু আমার মুখে ওই ‘দিন আনি দিন খাই’ ছাপের জন্য কেউ কিছু জানতে পারে না। যাক বাবা আমার ছায়ার দিকে কেউ তাকাচ্ছে না তো? আমি সবার চোখের দিকে তাকিয়ে শুধু এটাই বুঝতে চেষ্টা করি, আমার ছায়া অনুসরণ করে কেউ আমাকে ধরে ফেলবে না তো? এসব কথা আমি অবশ্য মনে মনে বলছি। কেউ কারো মনের কথা কি কেউ জানতে পারে? এই ছায়ার ব্যাপারে না বললে ঠিক নিজেকে হালকা লাগছে না, তাই খোলসা করি।
আমাদের বস্তিতে কম সে কম দুশোজন আমার বয়েসী। বছর দুই হলো প্রায় শ দেড়েক আমার মত বাউন্ডুলের উদয় হয়েছে কি করে তা জানিনা, তবে আমার মতো আলসী নয়। ওরা রোজ সকালে উঠে বড় মাঠে দশবার রাউন্ড লাগায়। আর কি কিসব মিলিটারিদের মত ট্রেনিং হয় ওদের। কেন ও কিসের প্রস্তুতি জানিনা। শুধু আমি বাদে আমার কয়েকটা বন্ধুও দেখি ধীরে ধীরে ওই দলে ঢুকে পড়েছে।
দুপুরবেলায় একদিন এক বন্ধুর সাথে কথা হচ্ছিল।
-কোথা যাচ্ছিস রে?
-প্রার্থনা সভায়। ওই বড় মাঠে। তুই তো কোনদিন যাসনি। চল আজ যাবি?
-নাঃ। বাবা এমনিতেই সারাক্ষণ খচে থাকে। আমার ভবিষ্যত্, ঘরের দূরবস্থা, রোজ বাবার প্রবচন শুনতে হয় আর অন্যের প্রবচন শুনে কি হবে? জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শালা হারামের খাচ্ছি পরছি যেন।
-কিন্তু মাত্র একবার যদি গুরুজির দেওয়া ভস্ম প্রসাদ খাস আর ওনার বাণী শুনিস তোর ইহলোকের মোহ আর থাকবে না রে। তুই তরে যাবি। দেখ আমার ছায়া দেখ? আমার সকল জীবন যৌবন কামনা বাসনা ইচ্ছে অনিচ্ছে সব আমি ছায়াদের দিয়ে কেমন মুক্ত আছি? যা চাই তাই পেয়ে যাই। অঢেল টাকা আসে পকেটে। বাবা মা খুশি আর আমিও।
আমি ওর ছায়া দেখলাম। সত্যিই তো। এই ভর দুপুরে ওর তিনটে ছায়া, হালকা ঘন ও মাঝারী। আমার ছায়া নেই।
-সে কি রে? ছায়া তোর ইচ্ছে পূরণ করে?
-না না। ছায়াদের কাছে শুধু সমর্পণ। ওরা আমাকে দিয়ে যা করায় তাতে স্বর্গে যাবার পথ পরিষ্কার হয়। প্রার্থনা সভায় গুরুজি বলেছেন স্বর্গে যাবার ইচ্ছা কর,সেখানেই সুখ। ওনার কৃপায় যেখানে যার কাছে যত টাকা চাই, পেয়ে যাই। শুধু আমাকে ছায়ার আদেশ পালন করতে হয়। তিনটে ছায়াই যখন পোড়া অঙ্গারের মতো কালো হয় তখনই গুরুজির আদেশ আসে এবং অস্ত্র। বিপদে পড়লে মাঝারী ছায়া আমাকে সাধারণ মানুষের ভিড়ে মিশিয়ে দেয়। এখন দেখ? তিনটে ছায়াই উজ্জ্বল সাদা? এটা তোকে গুরুজির কাছে নিয়ে যাবার আদেশ।
আমাকে যেতেই হল। উপদেশ নির্দেশ অস্ত্র অর্থ ও তিনটে ছায়া পেয়ে গেলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন