সোমবার, ১ নভেম্বর, ২০২১

অপরাহ্ণ সুসমিতো-র ঝুরোগল্প


আমার হাতে হোক রাত্রি রচনা

দুপুর গনগন করে বিদায় দিয়ে দিতে হয় রাখা যায় না... রাখার কিছু নাই ... ছবির মত জীবন না জীবন শুধু বিদায় দিয়ে দেয়ার। ভালোবাসিনা এমন ভাণ করার। জড়িয়ে না ধরার। গায়ের গন্ধ না নেয়ার। বৈশাখের দুপুর খুব গনগন করতে জানে।


আর ওর তো মনে কোন প্রেম নাই! সত্যি কথা প্রেম নাই। অনেকটা সাধু সন্ন্যাসী টাইপ,ওর কোন শারীরিক অস্থিরতা নাই,প্রায় ভগবানের মতো! এইজন্যে আমাদের সম্পর্ক খুব ভালো হয়ে যাচ্ছে দিন দিন। আমার অস্থিরতা কমছে কিন্তু মায়া বাড়ছে। আমার মনে হয় একটা রাজহাঁস,ওর লম্বা গলা,নরম পেট...

 

ওর পেটে চুমু করতে ইচ্ছা করে,কিন্তু পারি না। কিন্তু ওর এসব ইচ্ছা করে না। দিন দিন আমরা বন্ধু বন্ধু গোলাপ ফুল হচ্ছি। আমার মনে হয় ওরে ছাড়া আমি কী করে বাঁচবো বাংলা সিনেমার মতো! আর ওর মনে হয় : আচ্ছা, থাকলে ভালো হতো,কিন্তু নাই তাতে আমার চলবে না তা না।

 

ওকে আমি বাবাই ডাকি। আমার স্বামী (তমাল) এবং আমার বাবাকেও ডাকি বাবাই।

 

সুবর্ণ (এতক্ষণ যার কথা বলছিলাম ) আমাকে চড়ুইপাখি ডাকে... তারপর বলে আল্লাদি। ডাকে ঘুড্ডি,সোনাও ডাকে...আরো যা মুখে আসে তাই। ডাকাডাকির কোনো গুগল নেই।

 

এইসব ডেকে ডেকে আমরা শৈশব ফেরাই। এই যে আপনাকে এতো সব লিখছি,বলছি..কেনো কে জানে!

 

আমার স্বামী তমাল অস্ট্রেলিয়া যাবে এই জুনের তারিখ।

 

সুবর্ণের একটা বিয়ে দিতে পারলে খুব ভালো হতো।


কিন্তু বিয়ে করবে না! কেন তা আমি জানি না।

ওর মা বাবা অস্ট্রেলিয়া থাকে,বোন ও। ওর মা ফোন করে কাঁদে বিয়ে করতে বলে সুবর্ণকে।

 

একা থাকতে চায় সুবর্ণ,তার প্রেম প্রত্যাশী কতো মেয়ে আছে,তাদের কাউকে বিয়ে করে ফেললেই পারে,করে না। এই মে মাসের ১২ তারিখ ওর ৩৩ শেষ হলো আর বছর। এর মধ্যে না করলে ধরে নিতে হবে বিয়ে নাই কপালে।


আজকে একটা মজার ব্যাপার শুনলাম,সুবর্ণের পর্যন্ত যত মেয়ের সাথে সম্পর্ক হয়েছে সবাই ওর চেয়ে বয়সে বড় এবং সবাই হয় বিবাহিত নয়তো অন্য কারো সাথে এনগেজড!

 

এইটা একটা গুরুত্বপূর্ণ পুরানো তথ্য। আমি বয়সে ছোট এবং কঞ্জুগাল লাইফ নিয়ে সুখী আর আমার সাথেই তার দ্রুততম সময়ে সম্পর্ক এখন এমন আন্তরিক হইছে যে খুব কমফোর্ট ফিল করে আমার সাথে আর বলে যে আমি ওকে বুঝি। বলে আর আমি প্রায় এক‌ই রকম,অক্ষম বুদ্ধিমান... কিন্তু আমি একটু অস্থির এইটাই তফাত....

 

এই যে দেখেন আমার মোহন ভাই এবং তার বৌ...

এক ফ্রেমে আটতেছে না তারা,দুজনের কী রকম সাইজ হিহিহিহি..
মানুষরে সুখী দেখতে কী ভালো লাগে...!

এরকম সংসারীপ্রেমময় বৌ...

 

তোমারও একটা বৌ থাকুক...সংসারী প্রেমময়... থাকবে জানি... কবে বিয়া করবা বলো তো?

মানুষের সুখী হওয়াই দরকার। দরকার হইলে সুখ ডাউনলোড কইরা সুখী হওনের দরকার।

তোমার বিয়া হইলে অনেকেই খুশী হবে...আমি হব সবার থেকে বেশী... সত্যি কথা... আচ্ছা বছর সময় দেয়া হলো মনে থাকে যেনো !

তোমার জন্য তো গামলা বউ দরকার।

গামলা বউ রা ভালো হয়। নরম। হুমায়ূন আহমেদ মার্কা।

তুমিও তো নরম...

নাহ,ওইটা মায়ায় ভাবলাম তোমাকে নরম।

কিন্তু তুমি আসলেই নরম! যা অদ্ভুত! ওহ...মনে পড়ে যাচ্ছে আদর আমার সোনা টা...নরম সবকিছু লুকায়া রাখে...কেউ জানে না! আমি জানি শুধু...আমার গায়ে লেগে আছে নরম টা...আমার রাজহাঁস টা! চুমু সব নরমে...কষ্ট দিও না,না খাওয়াইয়া রাইখো না নিজেরে আর কাজ শেষ হলে কোলে আসবা...চুপচাপ ঘাড় গুঁজে কোলে আসবা...কোন বিষাদের কথা না...আঙুল বুলায়া বিষাদে বিষাদে কাটাকাটি খেলব অনেক আদর জমা করে রাখছি...

 

এই শহরে সব আছে, ঘুষ আছে,চাপাতির কোপ আছে,বজ্রপাতে মানুষের মরণ আছে। শুধু আদর নাই  আমার রাজহাঁসটা না খায়া রোদে রোদে একা ছোটে,আমার ভালো লাগে নাকি?


এই যে আল্লাদি কনভারশেসন আমিই সব বলি, বলে না,তাতে ওর নিষ্কাম কর্মের থিয়োরিতে ভাটা পড়বে বোধয়! বেশি আল্লাদ করে ফেলছি আজ

 

****

ধুস শালার নিস্কাম ভালোমানুষের জীবন মনে হচ্ছে ভালো মানুষ হইলে পুণ্য কেউ যেন তার পুরষ্কার নিয়া খাড়াইয়া আছে..

 

আজ যাই ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন