অপবাদ
প্রতিশোধ নিতে চায় ধরাশায়ী অবিন্যস্ত
প্রতিবেশী মানুষের দল
নিন্দার প্রবণতাকে বাধা দিয়ে থামিয়েছে
অন্তঃস্থ নির্বাক মনোবল—
তাছাড়া উপায় নেই ; ধ্বংসকারী তীব্র জেদে
উজাড় হয়েও যেতে পারে
এ-পাড়া ও-পাড়া,আর,মনের মহল্লাগুলি
মিথ্যাজাত বোধে, নির্বিচারে।
প্রতিরোধ খুঁজে খুঁজে হয়রান অস্থিরতা
একাকী অবসাদের ঘোরে
খানিক দূরত্ব খোঁজে— দূরত্বের অভিকর্ষ
বলের বিরুদ্ধে যাওয়া জোরে,
শত শত জতুগৃহ! কেন যে গড়তে দাও
এও কি ধ্বংসের নির্দেশনা?
বিভক্ত চেতনা জুড়ে ঝরছে হলুদ পাতা—
বেছে ফেলে দাও আবর্জনা।
প্রান্তিক স্টেশনে এসে বিকল হওয়া এঞ্জিন
আশ্রয় পেলেও, বিপর্যয়ে
স্থবির চাকার কাছে বিপুল বিস্তৃত ক্রোধ
পাল্টে যায় ব্যথায় বিস্ময়ে;
এমন কত শৃঙ্খলে পদে পদে বাঁধা পড়ে
অসহ্য আঘাত অবসাদ,
সমকোণী ত্রিভুজের অতিভুজে ঢেকে যায়
দু-বাহুতে লিপ্ত অপবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন