শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

অমিত কাশ‍্যপ-এর কবিতা


ভুবনবাবু

দৌড়ে এসে বারান্দায় আশ্বিন দাঁড়াল

এখনো সকালের মায়া কাটেনি

ভুবনবাবু এই সময়টা তারিয়ে তারিয়ে

উপলব্দি করেন ভরা অবসরপ্রাপ্তর মতো 

দূরে বড় রাস্তা কেমন দ্রুত হয়ে ওঠে 

 

বন্ধু সমাগম হলে এক প্রস্ত চা আসে

নয়তো নয়, কাগজ পড়ার অভ‍্যাস গেছে 

কি পড়বেন, বন্ধুরা বলে, বয়সে গীতা পড়

ভাগবত পড়, ঠাকুর দেবতার নাম কর

তিনি কোনোটাই পারেন না 

 

একদিন তিনিই প্রশ্ন তুললেন, পরম সত্য কি

একজন বলল, অর্থ, একজন বলল, ক্ষমতা 

তিনি বললেন, কোনোটাই নয়, ভেসে যাওয়া 

ওই যে দেখছ ফাঁকা মাঠ রাত নামছে

তারপর অন্ধকার, কালকের দিনটাও ওইরকম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন