সোনালি আগুন নাড়ে
এ বয়স হাস্যকর , এ বয়সে আরম্ভ হয় না।
ক্রমাগত ভো-কাট্টার ভয়
ভালোবাসা দেওয়া কিছু নুড়িপথ,
দ্বিপ্রহর ফুরিয়ে গেছে চায়ের চুমুকে;
টিফিনবাটিও সব খালি।
এখন আর ঢেউ নেই সব ঢেউ জলের গভীরে
চুপ করে একা একা সোনালি আগুন নাড়ে
উল্টে গেছে বনভূমি গাছের আড়ালে
আর মনের ভেতর
একা থেকে ফিরে গেছে বনের ভ্রমর।
এখন সময় কাটে উপদ্রুত জিগ-স-খেলা নিয়ে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন