বহিঃশত্রু
জামার ভেতরে একটা পোকা ঢুকেছিল
কিম্বা নিতান্তই লাল বা নির্বিষ কালো
ছোট্ট পিঁপড়ে
টুকটুক করে মেরুদন্ডের মাপজোক জরিপে
ঘুরতে ঘুরতেই অ্যান্টেনা ঘুরিয়ে
খাবার কিম্বা বিপদও
মেপে যাচ্ছিল নাগাড়ে
হাতের ব্যাথাটা কি জন্যে হয়েছে
না বুঝেই
হাত ঘুরিয়ে পিঠের দিকে নিয়ে যাবার
মধ্যবিত্ত চেষ্টা মুখ থুবড়ে পড়ছিল অনবরত
ষড় কিম্বা অষ্টপদ নির্বিবাদী ক্ষিদেয়
তুড়ুকনাচন শুরু করার সন্ধিমূহুর্তেই
ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে ছুটে গেল
হেলমেট পরা লাল দমকল
আমার ধমনীতে যে আসলে রক্ত নেই
শুধুই নোংরা নর্দমার জল
কিভাবে যেন জেনে গেছে
ভিনগ্রহীরা
স্বাগত রঙিন ক্যানভাস। শুভেচ্ছা অফুরান।
উত্তরমুছুনস্বাগত রঙিন ক্যানভাস। শুভেচ্ছা অফুরান।
উত্তরমুছুন