ভাবনার ক্যানভাসে!
ভুখা মিছিলের আর্ত চিৎকারের মতো শ্লোগান,
না-লেখা কবিতার ছন্দ!
হিসাবের কষ্টিপাথরে জমাখরচের আঁকিবুকি,
না-বলা কথার কম্পন!
ওদের প্রতিশ্রুতি বর্ষণের বাঁধভাঙ্গা স্রোত,
না-দেখা মানসিকতার বমন!
পাইয়ে দেওয়া পুরস্কারের ফরমূলা,
না-শোনা কবিতার কান্না!
ভুখা মিছিলে আমার ভাত-ফোটানো মা,
আজও শ্লোগান দেয় -
বেঁচে থাকার, বাঁচিয়ে রাখার.......
কে আছো! টিভি-র সুইচ্ অফ করে দাও,
সুবিধাবাদের বেসুরো গান বাজছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন