শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

অমিত চক্রবর্তী-র কবিতা


অপরিকল্পিত ধাক্কা

কাচের জানালা। একটি অপরিকল্পিত ধাক্কা।  

স্তম্ভিত হলুদ পাখি। স্বপ্ন আমি আগেও দেখেছি –

আচমকা রূঢ় ধাক্কা, সবজান্তাদের,

সে তো এক অস্থির কৌতুক। পাখিটি কি সবজান্তা ছিল?

হয়তো সাধাসিধে, অতিসরলধাক্কায় চেতনা না হলেও

আশ্চর্যবোধ জাগেস্বপ্ন নু, মায়া নু

মতিভ্রমের আশঙ্কা কমে যায় আশ্চর্য জটিল পথে,

প্রচন্ড আলোড়নে।

অথবা সে কি এক কৌতূহলী নাবিক, ইউলিসিস,

চুম্বক পাহাড় ঘেঁটে সাইরেন বোনেদের গান –

তুমি সে গান কখনো শুনেছো অতন্দ্রিলা,

 নাকি মিস করে গেছ                                                                                

ঘর গড়ার, ঘর ভাঙার সেই খড়কুটো,

পাকা ছাদের ডাক,

সমতল ভূমিতে তাই ছুটেছ নিরন্তর

সরলপথে,

সাকুল্যে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন