উপস্থিত
এভাবে যাবার জন্য আসিনি তো -একা একা ।
এই জল জঙ্গল লতা-গুল্ফ ভালোবেসে
কতো বিচিত্র চন্দন বন ,পলাশের ডালে ডালে বসন্ত কোকিল কি সুমধুর সুর
বাতাসে বাতাসে।
বিকেলের রোদ সবুজ ধান খেতে মরমি আলাপ জমায়
ডুবন্ত সূর্য, ফিঙে সন্ধ্যায় , জোনাকি জ্বলে ওঠে
লেবুগাছে টুনটুনির বাসা অপূর্ব নির্মাণ চোখে ধাঁধাঁ লাগে
উঠানে ছড়ানো ধানে
শালিকের কাঁচা হলুদ পা ভেসে ওঠে দিবাস্বপ্নে
এভাবে যাবার জন্য আসিনি তো একা একা
এখানেই সব রঙ মেখে থেকে যাবো ।
এই তোর্সা , জলঢাকা,খেলার মাঠ ,তোমার উজ্জ্বল উপস্থিতিতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন