বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

কাজল সেন-এর কবিতা


বিদ্যুৎলতার কথা মনে পড়ে 

হয়তো আর প্রাতঃরাশও জুটবে না ঠিকমতো

মধ্যাহ্নভোজনের কথা মুলতুবিই থাক

বড় কঠিন সময়

আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে আছে এক বিপন্ন বিস্ময় 

 

একটা নদী ভাসিয়ে দিয়ে সেই যে চলে গেল

আমাদের বিদ্যুৎলতা

সে আর ফিরল কই

যারা ছিল তার প্রতীক্ষায় তারাই বা বাঁচল কই

একদিন নিমগাছের পাতাও ঝরে পড়ল আসন্ন সন্ধ্যায়

 

তবু যদি কেউ গান গায়

সে গাইতেই পারে নিজের প্রতিভায়

যদিও অপরাহ্নে কাজের শেষে মানুষেরা

যখন শ্রান্ত হয়ে ফিরে আসে ঘরে

উচ্চতা সবার কি থাকে আগের মতোই

নাকি কমে যায় নিঃশব্দে নীরবে

তবু যদি গান গায় কেউ

বিদ্যুৎলতার কথা মনে পড়ে 

 

আরও মনে পড়ে

এমনও তো ছিল কোনো দিনে আর রাতে

আহার পর্যাপ্ত ছিল সবার ভাঁড়ারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন