বৃষ্টি
কতকাল ধরে এরকম বৃষ্টির জন্য
আমরা অপেক্ষা করছিলাম
আসলে আমরা দুজনেই ভাসছিলাম
মাটি থেকে অনেকখানি ওপরে,
অথচ মেঘের জগৎটাও ছিল নাগালের বাইরে
পাখির পালক নেই যে ডানায় মোম ঘষে
কোনোরকমে ঝাঁপ দেব তোমার হাত ধরে
সেই মহাশূন্য থেকে,
অথবা ভেসে ভেসে বিনা পাসপোর্টে
চলে যাব আরো এক হলুদ নদীর পাড়ে।
কিন্তু বাস্তবে ওই ভাসাটাই সত্য
শেষপর্যন্ত কোথাও যেতে পারিনি
সামনে পিছনে ছিল না কোনো ত্রিমাত্রিক যন্ত্রযান,
অকস্মাৎ সেই অদ্ভুত পরাবাস্তব চরিত্রদুটির
মাথার ওপরে জমা হল কালো কালো মেঘের ধোঁয়া
অনেকটা জলরঙে তুলি ডুবিয়ে শিল্পী পল ক্লী
যেন মেতেছেন ছেলেমানুষী আঁকার খেলায়।
যেন কতকাল ধরে আমরা অপেক্ষায় ছিলাম
এরকম উদভ্রান্ত বৃষ্টির জন্য --
জীবনের যাত্রাপথে প্রথম দেখার মতো
পরস্পরের মুখোমুখি চোখে চোখ রেখে
গোধূলির ধুলোকে ক্লান্ত অশ্রুতে মুছে ফেলে
অবাধ্য সাপুড়ের মতো বৃষ্টি মেতে গেল
সুরের অন্যতর নির্মাণে...
আবেগঘন রোমান্টিক কবিতা। সুসংহত।
উত্তরমুছুন