বাইসাইকেল জার্নি
বিকেলটা দৃশ্যের মতো স্থবির
শুধু চলছে আমাদের সাইকেলের চাকা
জলরঙে আঁকা পাটখেত
পাশের কুমড়ো মাচায় একটা স্থির ফড়িং
সহসা বৃষ্টিতে বিকেলের রঙ ভিজে গেলে;
দৃশ্যটা ভেঙ্গে আমরা দাঁড়াই জান্তব দুনিয়ায়
কোলাব্যাঙের কণ্ঠ। পচা কুমড়ার গন্ধ
জলভেজা বাতাসের স্পর্শে থেমে যায় চাকা
তখন দৃশ্য ও আমাদের কোনো পার্থক্য থাকে না
তাৎপর্যময় উপস্থাপন স্যার
উত্তরমুছুন