বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

মঞ্জুভাষ মিত্র-এর কবিতা


সনেট : লন্ডনে ডঃ ইমতিয়াজ আমেদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে

প্রাণে বাঁশী বাজিয়েছে তোমার রবীন্দ্রসঙ্গীত

মৃত্যু নয় অমৃতকে মনে হল জীবনসাধনা

ধন্য ওহে প্রিয়ার সৌন্দর্যের করো আরাধনা

জীবনে; স্বরস্রোতে স্তব্ধ কালের ইঙ্গিত

সময়নদীও স্তব্ধ; তোমার -চোখেমুখে জাগে

এক অপরূপ আলো, আশা তৃষ্ণা প্রেম তোলে ঢেউ

সকলে গায়ক নয় গায়ক তো শুধু কেউ কেউ

সুদর্শন গীতরত প্রাণ পূর্ণ করো অনুরাগে

 

মানবপ্রেমিক তুমি জানিয়েছ জীবনের মানে

চিকিৎসাবিজ্ঞানী তুমি, সুরস্রোতে রাজহংস তুমি

ছিপছিপে সুদর্শন পরিণত বিখ্যাত যুবক

আমি সারা বিশ্ব ঘুরি শান্তি আর প্রেমের সন্ধানে

মধুর রবীন্দ্রগান শুনে মনে হল পুণ্যভূমি

লন্ডন হয়েছে আজ; ধন্য প্রিয়, তোমার কুহক  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন