বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

নাজনীন সীমন-এর কবিতা


ভালো নেই আমি

মাঝে মাঝে ভীষণ জানাতে ইচ্ছে হয়, ‘ভালো নেই আমি’!

খাঁ খাঁ করা ব্যাপক শূন্যতা চতুর্পাশে

অথচ মানুষ আর মানুষ...

হাসছে, আনন্দের ফোয়ারায় ছলকে উঠছে অসময় সময় 

তোয়াক্কা ছাড়া।

প্রিয় মুখগুলো দেয়ালে এখন--স্থবির, নির্বাক

ইচ্ছেমতো ঝরে গেছে যখন তখন।

জল স্থল সমস্তটা মিলিয়ে মিশিয়ে 

একশ ছিয়ানব্বই দশমিক নয়-চার-শূন্য মিলিয়ন স্কয়ার মাইল

তন্নতন্ন করেও একটি প্রসারিত কাঁধ মাথা রাখার এখন নেই আর।

 

ছিলো কি আসলে কখনোই? কস্মিনকালেও?

 

কঠিন হিসেব যতো--সুদ কষে দেয়া আর নেয়া--

রেওয়ামিলের পাতায় ভীষণ গোলমাল

অপরিপক্ক ছন্দের বেসামাল উল্লম্ফন কবিতার রঙিন খাতায়,

জীবনের পরতে পরতে অগণিত ভুলের সম্ভার 

সিলি, জেনী, জেইন, এলিজাবেথ থেকে অ্যাসপারেঞ্জা 

ক্যাথেরিন--মুখরা, অবাধ্য, অর্বাচীন, অনমনীয়, অহংকারী--অসংখ্য খেতাব।

বনসাঁইয়ের মতো ছেঁটে অতি যত্নে লালিত হয়েও ছাদ ফুঁড়ে 

সূর্যের সন্ধানে বেরোবার দুঃসাহস পেশীর প্রাসাদকে প্রবল আহত করে,

উল্টে যায় হিসেব নিকেষ করা সাবধানী সময়!

সরল অঙ্কে ভুলের মাশুল গুণে লাভ ক্ষতির হিসাবে সব ওলোট পালোট

ফলাফল পৃথিবীর মতোই বিশাল গোলাকার শূন্য।

 

কাক ডাকা অন্ধকারে ব্যর্থতার সুদীর্ঘ তালিকা নিয়ে 

অন্বেষণের নতুন করে শুরু পরিব্রাজক কাহিনী...

 

সাড়ে সাত বিলিয়নেরও বেশী 

মানুষের পৃথিবীতে এমন কেউ নেই যাকে সঙ্কোচের 

আবরণ ছাড়াই বলতে পারা যায়, ‘আমি ভালো নেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন