বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

নমিতা চৌধুরী-র কবিতা


 অপেক্ষা

অপেক্ষায় আছে খাতা কলম

অপেক্ষায় আছে ঙি ক্যানভাস

তুমিও অপেক্ষায় আছো দেখে নেবে

নদীর উৎসমুখ ঝর্ণার বিস্ফারিতচোখ

অপেক্ষায় আছে শূন্য ঘর বাড়ি

শস্যহীন মাঠ জেগে উঠবে কবে!



অন্ধকারের শূন্যতা আলো খোঁজে

আলোর শূন্যতা অন্ধকার



শূন্যতা কী শূন্যতা নিয়ে বেঁচে থাকতে চায়!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন