বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

দুর্গাদাস মিদ্যা-র কবিতা

 

যখন সে একা  থাকে

 

যতবার ফিরে   আসি  ততবার দেখি

সব বেমানান। 

তখনও স্নান হয়নি সারা 

হয়নি অপেক্ষার শেষ। 

কাঁধে গামছা, হাতে তেলের বাটি

গন্ধ সাবান হয়ত বা

তবু কোথায় যেন বেসুরো বাজে

ফেলে আসা গান। 

মলিন মুখচ্ছবি হারানোর কথা বলে কিছু। 

নীচু মাথা সে কি বিরহে! নাকি অজানা

আশঙ্কায়, জানা নেই

তবু মনে হয় আমি সব জানি 

যখন সে একা থাকে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন