বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

অমিত কাশ‍্যপ-এর কবিতা


এই কাছেই 

এই কাছেই, হাতখানা নেড়ে  এগিয়ে চললেন

কাছে বলতে কত কাছে, আর দূরত্বই বা কতটা 

ভাবতে ভাবতে উল্টো পথ ধরলেন বিনোদবাবু

মনে সন্দেহ থেকেই গেল, আড়াল করলেন কিছু 

 

সারা রাস্তা তোলপাড় হল মন, তারই তো মন

ভাবলেন ফিরে যাবেন, মন অস্থির হলে 

ভালো কাজ হয় না, হয়তো কাজটাই হবে না 

রোদ পড়ে আসতে থাকল, পথ যে আরও পড়ে 

 

পা কি ধীর হয়ে এল, বেসামাল শরীর যখন 

পাতায় পাতায় হাওয়ার ধ্বনি কেমন আনমনা

বেশ ফুরফুরে মেজাজ হতেই সেই হাতখানা

এই কাছেই, এত কম শব্দে এমন ব‍্যঞ্জনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন