কবিতা (১২৬)
আমার নগ্নতায় ঈশ্বর শুয়ে থাকে নির্ভয়ে
কেননা সেখানে প্রবেশ পায়নি পাপ বলো যাকে
জল সেই ছায়া নিয়ে অনায়াসে যায় সঙ্গমের দিকে
পড়ন্ত বিকেলে প্রচ্ছায়া দীর্ঘতর হ’য়ে
ছুঁয়ে ফ্যালে গাছের শিকড়
তুমি দেখেও দ্যাখোনা
অধুনালুপ্ত উপকাহিনীর পাতা...
আজ বসি সূর্য-নিরীক্ষণে
অমার ওড়না যেন এদিকে না আসে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন