বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

ফটিক চৌধুরী-র কবিতা


বিকেলের ডাক

আমাকে ডাকে না কেউ

কখনো কেউ ডাকেনি

তবু আমি থাকি নির্বিকার।

দিন শেষ হলে বিকেল

আমাকে দিয়ে যায় ডাক।

 

তবুও তো কেউ ডাকে !

 

বস্তুত দিনান্তের ক্লান্তি

বয়ে নিয়ে যায় সময়

রেখে যায় তার গুরুভার।

সেইসব ভার বইতে বইতে

বিকেলের ডাক আসে ঠিক।

 

জীবন সব কিছু জানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন