বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

ফটিক চৌধুরী-র ঝুরোগল্প


 মনখারাপের অক্সিজেন

একটি বিষণ্ণ বিকেল। সূর্যেের লাল আভা ক্রমশ ফিকে। গড়ের মাঠে সবুজ ঘাসে শুয়ে আছে মনন। চোখের সামনে বিশাল আকাশ। কী বিশালতা ! আকাশে তো কোথাও মলিনতার ছাপ নেই! তবে সে কেন মনখারাপ করে এভাবে শুয়ে! সবুজ গালিচা পেতে ঘাসও তো কোন বিষাদে নেই! মৃদুমন্দ হাওয়ার মধ্যেও কত সতেজতা! তবে সে কেেন মনখারাপ করবে! এত বড়ো মাঠ, সব কিছু উপেক্ষা করে সেও নির্বিকার! এসব ভাবতে ভাবতে মনন ফিরে পায় ভালো থাকার অক্সিজেন।

 

এবার থেকে মনখারাপ হলে মনন চলে আসে গড়ের মাঠে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন