রবিবার, ১ আগস্ট, ২০২১

হাসানআল আব্দুল্লাহ-র কবিতা


ইনসোমনিয়া

সারারাত বিছানায় এপাশ ওপাশ করি

ঘুমহীনতা আমাকে কুরে কুরে খায়

উঁই পোকার মতন

কখনো হঠাৎ ঝলকানী দিয়ে

চোখ বুজে এলেও মুহূর্তে ভেঙে যায়

আর মাথার পিছনে

ইলেকট্রিক শকের মতো

মনে হয় আগুনের তারকাঁটা দিয়ে

কেউ একজন দড়াম দড়াম মারে

আমি উঠে বসি

লাইট জ্বালাই

মাথার ওপাশ থেকে সারি সারি

বইয়ের তাকে হাতড়াই

যেকোনো একটা তুলে নিয়ে

চোখ রাখি, একদার দাস মালিকের

দুরাবস্থা পাহাড় চূড়ায় দাঁড়িয়ে

তার একটা একটা করে নিভে যাওয়া বাতি

নিয়ে অদ্ভূত কবিতা পড়ি

আমার হারিয়ে যাওয়া স্বপ্ন যা কিনা আমাকে

প্রতিরাতে বার বার বিছানায়

টেনে হিঁচড়ে বসায় তাকে নিয়ে ভাবি

বেদনার্ত বোধ করি

কাঁদতে কাঁদতে ছুটে যাওয়া শিশুটির জন্যে

যাকে আমি স্বপ্নে

কোলে তুলে নিয়েছিলাম, অথচ

রাখতে পারিনি, পিনো ব্রিজিয়োয়

মুখ রেখে ওর কাছে ফিরে যেতে চাই

লাইট নিভিয়ে শুয়ে পড়ি

যদি ওই নিষ্পাপ মুখের দেখা পাই

কিন্তু না, নতুন স্বপ্ন আমাকে আবারো

টেনে তোলে বিছানায়

আমি কবিতার জন্যে পুনরায়

বইয়ের তাকে হাত রাখি।

 

০১.২৫.২০২১

উডহেভেন, নিউইয়র্ক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন