প্রতিভালবাসা
ধরো, আমি একটি বাড়বাড়ন্ত সংসার কিনে এনে
তোমার হাতে তুলে দিয়ে একপ্রকার দায়িত্ব সম্পন্ন শেষে
ছুটে গেলাম মরুভূমির দিকে
সেখানে উটের গ্রীবায় লুক্কায়িত মানুষের সমস্ত জীবন
ভাসমান মরীচিকা জুড়ে সংঘাত ও তস্করহীন
মানুষের নির্বিঘ্ন বিচরণ
এখন তোমার সংসারে এসে
আমাকে ডাকতে ডাকতে ডাহুক তার গলায় রক্ত তুলে আনবে
কানাকুয়ো কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে
আর লক্ষ্মীপেঁচারা নির্ঘুম কাটাতে কাটাতে একদিন ভোর শুরু হলে
তাদের লাশের সারিতে শুরু হবে রাজ্যের প্রতিবাদ
জানি তুমি বরাবরের মতোই
সংসারে আমার প্রয়োজন নিয়ে দফায় দফায় চিন্তিত হবে
এটা ওটা দুচার কথা বলতে ভুলবে না
পরপুরুষের দিকে তখনও তাকাবার বয়স হবে না তোমার
অথচ ইচ্ছে করলেও মরুভূমির তপ্ত বালুতে
পোড়াতে পারবে না তোমার অসামান্য মায়ার সংসার
তখন ভালবাসার পরিবর্তে আমার প্রতি তোমার
ঘৃণার প্রয়োজন পড়বে খুব। আর একদিন
প্রতিবিপ্লবীর ভূমিকায় তোমাকে দেখতে চাইবে
দীর্ঘাঙ্গি সংসারের কতগুলো প্রয়োজনীয় মানুষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন