রবিবার, ১ আগস্ট, ২০২১

কাজল সেন-এর কবিতা

 

ফসলের সুষম বন্টন আমরা করে যাব

 

আমার বিব্রত আঙুলের ডগায় ফুটে ওঠে না আর তারাফুল

কন্ঠস্বরে জেগে ওঠে না সঙ্গীতের মতো কোনো আন্দোলিত সুর

সন্ধ্যা গাঢ় হলেও নির্বিরোধী জ্যোৎস্নায় ভরে ওঠে না আমার উঠোন

 

গোলাকার মাঠে বন্দী হয়ে কে আর কবে পেরিয়েছে তার সীমা

উচ্চতার খোঁজে সমানেই দীর্ঘ হয়েছে আমাদের লাউডগা

যে আবদার করতে জানে তার আবদারে ঘনীভূত হয় গুল্মলতা

 

প্রতিটি মাসেই থাকে মাসের প্রথম দিন বছরেরও প্রথম দিন থাকে

লুকিয়ে থাকলে যার বয়স বাড়ে না সে লুকোনোর অনেক কায়দা জানে

মধুবালা নামের অনেক মেয়ে নিজেদের অক্লেশে মধুবালা ভেবে বসে

 

শোক তো থাকেই জীবনে যারা জামা-জুতো ফেলে চলে গেছে

তাদের জন্যও জমানো থাকে অনেক শোক তাদের প্রয়াণের দিনে

এমন তো নয় প্রয়াত জনের উপস্থিতিও কাম্য সেই আয়োজনে

 

কথা আছে যাবার আগে একদিন ফসলের সুষম বন্টন আমরা করে যাব

সারি সারি পংক্তিভোজে সমবেত হবে সবাই দুপুরে রাতে

সন্ধ্যা গাঢ় হলে নির্বিরোধী জ্যোৎস্না কেন্দ্রীভূত হবে আমার উঠোনে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন