মরীচিকা
আশ্বস্ত হওয়ার মতো কিছু নেই, চারপাশে
পুরোনো বাড়িঘর ভাঙা হচ্ছে, সময় এখন
বেঁচে থাকার একমাত্র সহোদর, টালমাটাল
শিশুর মতো হেঁটে যেতে হবে অন্তিম শয্যায়
তুমি বললে, কোথাও পালিয়ে যাওয়ার
জায়গা নেই, ব্যাধি ও বোধি পাশাপাশি
হাত ধরাধরি করে হেঁটে চলেছে
রূপসী বেলাভূমির সৌন্দর্যও এখন নিছক মরীচিকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন