বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

রোশনি ইসলাম-এর কবিতা


পালক

কেরল-এর মুন্নার পর্বত

                   বেগুনিরঙের ফুল

নীলগিরি ছেয়ে আছে।

সমুদ্র ফেনা লাল ঘাস

                 চিন-এর দাওয়া কাউন্টি

               লাল সমুদ্রতট।

সোনালি রোদ্দুর

পরিযায়ী পাখির পালক

                 ঝরে পড়ে

৪টি মন্তব্য: