কেরল-এর মুন্নার পর্বত
বেগুনিরঙের ফুল
নীলগিরি ছেয়ে আছে।
সমুদ্র ফেনা লাল ঘাস
চিন-এর দাওয়া কাউন্টি
লাল সমুদ্রতট।
সোনালি রোদ্দুর
পরিযায়ী পাখির পালক
ঝরে পড়ে
একমুঠো ফুলের মতো কবিতা
ভালো লাগলো কবি
নতুন ভাবনার আগুন
পরিযায়ী পাখির পালক ঝরে পড়ার অনুসঙ্গে সুন্দর হয়ে উঠেছে কবিতাটা।
একমুঠো ফুলের মতো কবিতা
উত্তরমুছুনভালো লাগলো কবি
উত্তরমুছুননতুন ভাবনার আগুন
উত্তরমুছুনপরিযায়ী পাখির পালক ঝরে পড়ার অনুসঙ্গে সুন্দর হয়ে উঠেছে কবিতাটা।
উত্তরমুছুন