বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

সোনালি বেগম-এর কবিতা


নীল পাহাড়

পাহাড়ের ওপর থেকে গাড়ি গড়িয়ে গেল।

আর এনগেজমেন্ট রিং-ও। সেই রাত।

অন্ধকার নীল পাহাড়। নাইট-স্যুট।

সন্দেহ কোনো সমাধান নয়।

ইউনিভার্সে নাইনটি সিক্স পার্সেন্ট

ডার্ক ম্যাটার ছেয়ে থাকে।

দ্রুতগামী ট্রেন ঘুরে ঘুরে জোনাকির

জ্বলজ্বল জঙ্গল।

নিশ্চুপ পড়ে থাকে কাগজের ঘর! 

৩টি মন্তব্য: