ছোঁয়া
সবটুকু অভিমান কেবল অপরাহ্ন খোঁজ রাখে
প্রেম ও ঈর্যা বুঝি কমলালেবুর দুটি কোয়া...
বাতাস দোলায় রঙ...অসুখ ডাকছে জোরে কাকে...
বিকেল এক্ষুনি এল...সেরেছে বিকেলের গা-ধোওয়া...
কমলা-আভা রূপ বদলে কিছু পরে পাশুটে-ধুসর...
ছাদের কার্নিশে ছায়া আপন হাত-পা মেলে দেবে...
যা বলার এখনই বলো--সে' ও আলো যায়নি কেউ ঘর...
নাহলে যাবজ্জীবন কেটে যাবে শ্বাসবদ্ধ সেলে...
কমলালেবুর রেশ আর একটু শেষ দেখে যাবি?
হবে কি হবে না সারা বিকেলের পবিত্র সে-দাবি...!
অপরূপ "ছোঁয়া"।
উত্তরমুছুন