বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

রুদ্রশংকর-এর কবিতা


 যুদ্ধ 

কয়েক বছর ধরে বন্ধু কিংবা শত্রুর সঙ্গে বসে আছি ছিপ ফেলে

যখন যা ইচ্ছে মুখে দেওয়া কোনদিন আমার পক্ষে সহজ ছিল না

মানুষের সবটুকু স্বাদ গিলে এখন বিছানায় জ্বর আসে রোজ

মৃতদের এত ভিড় কেনএত শোক কেন রাস্তায়?

প্রতিদিন প্রিয়জনকে নিয়ে অজানায় গাড়ি চলে যায়

মাঝেমধ্যে টের পাই আর আমার অভিমান জ্বলে ওঠে

চোখের সামনে বিধ্বস্ত বাদামি জনপদ

এরকমএরকম কেনসেই থেকে আজও আমি গুগুল করিনি

চোখ রাখিনি গালগল্পে ভরা পরজীবী সংবাদপত্রে     

 

 

এখন টুকটাক নিজেকে নিয়ে কাটাছেঁড়া করি

প্রেম মানে এখন আর পিছুটান নয়  

কোথাও থামতে হলে থামিআবার দৌড়ই  

ফ্যাসফ্যাসে গলায় মৃদু এক উল্লাস আসে জীবনে

যুদ্ধ থামুক বা না থামুকএকান্তে দেখা হলে জীবনের গুরুত্ব বাড়ে।

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন