বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

কামাল হোসেন-এর কবিতা


ভাঙতে ভাঙতে

পৃথিবীর বুকে এতো হাঁটাহাঁটি করেও কিছু

জানা হলো না, চেনা হলো না, অপরিচিত

এক আকাশের নীচে শুধু জনহীন বসতি,

মেঘহীন, তীব্র রৌদ্রময়, দুঃখকষ্টের ধাক্কা

 

বস্তুত প্রতি-মুহূর্তে আমি ভেঙে যাচ্ছি,

আমার প্রতিটি দেহাবশেষ হাড়গোড় রক্ত আবর্জনা

ছিটকিয়ে ছড়িয়ে যাচ্ছে এই নির্জন মরুভূমিতে

 

ভাঙতে ভাঙতে আমি হারিয়ে যাচ্ছি

ধরিত্রীর দূরাগত আশ্রয়ে

 

1 টি মন্তব্য: