অমৃতের সন্তান
মিস্টার সোম আপনি তো আমার বাড়ি বানিয়েছেন
সাজিয়েছেন এবং গছিয়েছেনও আমাকে
কিন্তু বলতে পারেন একবছর না যেতেই
কেন ছাদ থেকে চুঁইয়ে পড়ছে জল
দেওয়ালের প্যারিস কেন বেকুবের মতো পড়ছে ঝরে
অথচ আপনি তো পাশ করা সিভিল ইঞ্জিনীয়ার
যেদিন নিজের বাড়ির প্রয়োজন হবে আপনার
ভেবে দেখুন সেদিন সেই ছাদের নিচে
কতটা সুরক্ষিত থাকবে আপনার পরিবার
আর ছাদের ওপরে গামলায় টবে লাগাবেন যত গাছ
তারাই বা কতটা নিশ্চিন্তে জন্ম দেবে তাদের সন্তান
সৃষ্টির ক্ষমতা বা অধিকার নেই কারও
কেউ কিছুই সৃষ্টি করে না মিস্টার সোম
করে শুধুই নির্মাণ
সেই নির্মাণে এতটা বিচ্যুতি কেন আপনার
অথচ শুনেছি আমি আপনি সবাই নাকি অমৃতের সন্তান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন