মঙ্গলবার, ১ জুন, ২০২১

প্রণব বসুরায়-এর কবিতা


 ঈশ্বর শপথ 

কাউকে এক দরজায় দাঁড় করিয়ে

খিড়কি দরজা দিয়ে দিব্যি যাওয়া যায়

পার্কে পায়রা ওড়াতে অথবা দর্জি দোকানে...

রাস্তায় গোল হয়ে ফুচকা খাওয়াও যথেষ্ঠ স্বাভাবিক

মাপা প্রেম সেরে নেয়া যায় এই অবসরে...

রেস্তোরাঁর ছোট কামরায়ছোট আয়নায়

ঠোঁট-রঞ্জনী কপালের টিপ যথাযথ করে নিতে

কেউই ভোলে না...


অপেক্ষা ক্লান্তিকে ডাকেক্লান্তি ঘুমকে।

ফলতঃ দরজার পাশে অপেক্ষা বিলক্ষণ ঘুমিয়ে পড়ে


তস্কর ঘুরে গেলে অপেক্ষা কোন সাক্ষ্যও দিতে পারে না

ত্রিভূজের মধ্যে তার শরীরটা

অবলীলায় এঁটে যায়ঈশ্বর শপথ

1 টি মন্তব্য: