যে কাঁচাপাকা কবিতাটি
কাঠের টেবিলে
যে কাঁচাপাকা কবিতাটি
শুকোতে শুকোতে
ভুলে গেছে
নির্বাচিত চশমা পর্যন্ত
তোমার জামার রঙ ভাল দেখি
মাংস ও অক্ষরের ভেতর
কাগজের নীল অভ্যাস
ঈর্ষা অর্থে
এই পিউরিটান চলাচল হতে থাকে
অনেক পুরনো
বেহালাছড়ের যেমন ওঠানামা
একটা সাদাকালো গানের ইন্টারল্যুড বরাবর
কারখানার ক্রেন বরাবর
সাইন কার্ভে খুব পড়ে যাওয়া
একটা অর্ধোত্থিত দিন...
"অর্ধোত্থিত দিন..." এই প্রথম আমি বাংলা ভাষায় লিখিত কোনো কবিতায় এই গভীর শব্দের সংস্পর্শ পেলাম।।
উত্তরমুছুনতোমার পাঠ ও মন্তব্যে ঋণী হয়ে থাকলাম বিশ্বরূপ... যেকোনো 'এই প্রথম' এত ভালো লাগার...
মুছুনতোমার লেখায় আমি সর্বদা দেখতে পাই তোমার বহির্জীবন এবং অন্তর্জীবন একে অপরের হাত ধরে হেঁটে চলেছে
উত্তরমুছুনতোমার অবজারভেশন... প্রাপ্তি... থ্যাঙ্ক ইউ সুদীপ...
মুছুন