মঙ্গলবার, ১ জুন, ২০২১

কামাল হোসেন-এর কবিতা



খেলা

অন্ধকার টানেলের ভিতরের

ক্ষতবিক্ষত আঙিনায়

সর্বনাশ ডুব সাঁতার দিয়ে খুঁজে বেড়াচ্ছিল

প্রাচীন ফসিলে আবৃত তিনমাত্রিক ডায়নোসর

অথবা নতজানু বিগ্রহের বিষণ্ণ প্রতিমূর্তি

 

অনেকটা রূপকথার মতো বিমুগ্ধ কালবেলায়

গ্যালাক্সির অন্য কোনো প্রান্তের

আরও কোনো নাজুক অতিথির অপুষ্ট প্রতিবিম্ব

গ্লানিকর জীবনের অপূর্ণ অনভিপ্রেত দীর্ঘশ্বাস

 

সমস্ত স্বপ্নদীপ্ত পৃথিবী চোখের ওপর

নাচতে নাচতে খেলা করে যাচ্ছে

অজস্র আলোর ঝলকানি--

অসংখ্য রঙের মাধুর্যলোকের তলায়

চুপচাপ স্থির শুয়ে আছি, শবদেহের মতো

অনড়, প্রাণহীন, অনিশ্চিত

২টি মন্তব্য: