মঙ্গলবার, ১ জুন, ২০২১

কাজল সেন-এর কবিতা


বরের প্রত্যাশায় বরাসন

এপাড়ার মেয়েরা যখন বাজায় পাখোয়াজ

ওপাড়ার ছেলেরা তখন গায় ধুম ধাড়াক্কা গান 

মেলে না গো মেলে না কিছুতেই মেলে না

অথচ দিন শেষ হলেই উজিয়ে না্মে সন্ধ্যা

কলাবতী ফুল সাজে কলাবৌয়ের সাজে

সমবেত হয় এপাড়ার ওপাড়ার মানুষজন

উলুধ্বনির তখন যে কতশত ঢেউ

আর শাঁখের লম্বা চওড়া স্বরের বিস্তার

কলাবৌয়ের বিয়ে আজ গোধুলি সন্ধ্যায়

বরাসন আলো নিয়ে বসে থাকে বরের প্রত্যাশায়

 

অথবা এপাড়ার ছেলেরা যখন জাগে সারারাত

ওপাড়ার মেয়েরা তখন ঘুমের জানালায়

মেলে না মেলে না কিছুতেই মেলে না 

অথচ রাত্রি গড়িয়ে যায় রাতের অন্ধকারে

অন্ধকারও পথ খোঁজে রাতের আড়ালে

কলাবতী ফুল কলাবৌ সেজেছিল আজ

সমবেত মানুষের জমায়েতও ছিল বেশ ভালো

প্রতিশ্রুতিও ছিল কিছু এপাড়ায় ওপাড়ায়

লগ্নভ্রষ্টা হলো কি তবে আমাদের কলাবতী ফুল

বরাসন আলো নিয়ে বসে থাকে বরের প্রতীক্ষায়  

২টি মন্তব্য: