মঙ্গলবার, ১ জুন, ২০২১

ফটিক চৌধুরী-র অণুগল্প


 আপগ্রেডেশন                 

--- আমি কখনো সেকেন্ড হইনি আমার ক্যারিয়ারে, আর তুই কিনা আমাকে জ্ঞান দিচ্ছিস ?

--- এটা জ্ঞান-অজ্ঞানের প্রশ্ন নয় বাবা। স্বীকার করছি, তখনকার প্রতিকূল পরিস্থিতির মধ্যে এমন ক্যারিয়ার, ভাবা যায় না। সেকারণে তুমি যতরকম সু্যোগ সুবিধা দিয়ে আমাকে বড় করে এই জায়গায় পৌঁছে দিয়েছ। তোমার মত হয়তো বলতে পারব না আমি সবকিছুতেই প্রথম,তবে আমিও তো এমন জায়গায় পৌঁছেছি, যা নিয়ে গর্ব করা যায় ! তোমাদের সুযোগ ছিল কম, আর আমাদের সুযোগ অনেক বেশি।

--- তবে ? সেটা ভেবেছিস ?

--- বাবা, তোমার রক্তই তো আমার শরীরে প্রহবমান। এটা হয়। আমার ছেলেমেয়েরা হয়তো আরো সুযোগ পেয়ে আরো বড় হবে। তোমার বাবার থেকে তুমি যেমন হয়েছ।

এটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের আপগ্রেডেশন। আর তোমার সাথে আমার যে মতপার্থক্য, এটা জেনারেশন গ্যাপ, যা চিরকালীন।

--- তোদের সব তথাকথিত বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়। আপগ্রেডেশন ! এখন তবে সকলে হায় হায় করছে কেন ? পুরনো দিনে ফিরে যেতে চাইছে ? করোনার ভয়ে ? রবীন্দ্রনাথ বলে গেছেন, " দাও ফিরে সে অরণ্য, লহ নগর।" এর থেকে বড় আপগ্রেডেশনের উদাহরণ হয় ! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন