বিড়াল
বিড়ালের চোখে এক আশ্চর্য চোখ থাকে
মেয়েলি মাছের মতো
পাতার ওপর নিশ্চুপ হাঁটার সময়
বিড়াল বা আমরা চোখ পাশে রেখে দিই
বিড়ালের নখে এক আশ্চর্য জাদু
জাদু ধরতে গোপন শিকার চলে
নখের ভিতরে লুকোনো পালিশ
আঁচড় আঁকা ক্যানভাস
আমরা সাবধান হই
লোম দেখলে শিউরে উঠি
মায়াকায়া উদোম লোম আমাদের ঘরে ঢুকে পড়ে
নিরাপদ দূরত্বে আমরা বিড়াল বন্ধ করি…

চমৎকার। আবার মনে হল ভাবনার নতুনই কবিতাকে নতুন করে। বিড়াল বন্ধ করার উচ্চারণটি মনে থাকবে।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ কবি... আপনার মন্তব্য যেন আমার ভাবনার অনুপ্রেরণায় বাজে... আরও কিছু যেন লেখা আসে এমন, সেটাই প্রার্থনা...
উত্তরমুছুন