সময়ের কবরে
এমন মনোমুগ্ধকর ছন্দময় নৃত্যমুখর
হাঁটাহাঁটি আর কেউ করে না
আমার ভয় করে কখনও যদি ভেঙে পড়ে ছন্দ-তাল
যখন তুমি জেনে যাবে আমার গোপন পর্যবেক্ষণ
তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে শাসন করবে ---
আমি সময়কে সাক্ষ্য রেখে সহজেই হেরে যাবো
আমার দিনান্তের অপেক্ষা মরে যাবে একসময়
সময়েরই কবরে ---
আর এভাবেই ভেঙে যাবে ছন্দময় হাঁটাহাঁটি
তোমার একান্ত দৈনন্দিন রুটিনের শৃঙ্খলা থেকে
চমৎকার
উত্তরমুছুন