শনিবার, ১ মে, ২০২১

রোশনি ইসলাম-এর কবিতা


 বাজছে   

 ডানাজোড়া খুলে রেখে বসে আছি

ঘরের এক কোণ থেকে অন্য কোণে 

             তৃষিত বর্ণমালার  ছটা।

কলিংবেল বাজছে

             বাজছে ঘুঙুর বসন্তবেলায়।

২টি মন্তব্য:

  1. দারুন।
    এই ছোট্ট কবিতা গুলোর মাঝে অদ্ভূত এক আকর্ষক মোহনীয়তা আছে।

    উত্তরমুছুন
  2. বেশ কমপ্যাক্ট, অনন্য প্রকাশ।

    উত্তরমুছুন