ডানাজোড়া খুলে রেখে বসে আছি
ঘরের এক কোণ থেকে অন্য কোণে
তৃষিত বর্ণমালার ছটা।
কলিংবেল বাজছে
বাজছে ঘুঙুর বসন্তবেলায়।
দারুন।এই ছোট্ট কবিতা গুলোর মাঝে অদ্ভূত এক আকর্ষক মোহনীয়তা আছে।
বেশ কমপ্যাক্ট, অনন্য প্রকাশ।
দারুন।
উত্তরমুছুনএই ছোট্ট কবিতা গুলোর মাঝে অদ্ভূত এক আকর্ষক মোহনীয়তা আছে।
বেশ কমপ্যাক্ট, অনন্য প্রকাশ।
উত্তরমুছুন