শনিবার, ১ মে, ২০২১

সোনালি বেগম-এর কবিতা


শাখাপ্রশাখা

 

গাছের ইতিহাসে ঝড়-বৃষ্টি-রোদ্দুর 

যাত্রার শুভক্ষণে ধন্যবাদ-জ্ঞাপন

বিশাল জলাধার  বাঁধ।

বালির চরে ফেলে আসা পায়ের ছাপ

স্রোতের তোড়ে সক্রিয় বিলীন।

এত সন্ত্রাস! শিশুর চিৎকার!

বিভ্রান্ত জিজ্ঞাসায় নতজানু নৈতিকতা।

 

অবিরত ভালোবাসার প্রশিক্ষণ

প্রকৃতির শিল্পে ফুল ফল শাখা প্রশাখা

                           মেলে ধরে হাত।



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন