শনিবার, ১ মে, ২০২১

স্নিগ্ধা মুখার্জি-র কবিতা

 

দাবি ছিল

 

জাফরাণী বিকেলে দিগন্ত ছুঁতে চাইলুম,

তুই কপোল ছুঁয়ে ছিলি।

নিশীথ রাতে ধ্রুবতারা চেয়েছিলাম পাশে,

সন্ধ্যতারায় সাজিয়ে দিলি বেণী।

সুধাসাগরতীরে লহর খুঁজেছিলাম সেবার,

মুক্তো গেঁথে গড়িয়ে দিলি হার।

কক্ষচ্যুত হে নিঃশব্দ প্রেম,

ঋদ্ধ  হোক উষ্ণ অহংকার।

জারুল বাগান থেকে গলিপথ ছায়া দিয়ে গেলি,

ঘাসলগ্ন শিশিরের মত,

জামরং চুরি করে যত,

জঙ্গলের বুকের ভিতর

দেখ আজ ক্ষত বিক্ষত।

দাউ দাউ কেটে গেছে কাল,

চেনা পথ রেখা খোঁজে সমান্তরাল।

আকাশে,মাটিতে  প্রেম বিস্তার যেখানে,

আলোর কণার মত ছুঁতে চাই তোকে,

অসীমে, অনন্তকালে দিগন্তের বুকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন