কখনো অস্তিবাদ...
১.
আধা আস্তিক্যবোধ বাসা বেঁধেছে দুরন্ত বলয়ে
দিগন্তজোড়া রোদ্দুরে নেমে চড়কের গান খুঁজি
বুড়ীঘর পোড়ে নাকি লুকোনো মনের ভিতর!সম্পর্ক
নামে মাটির গভীরে...গান নামে মানুষের দেশে
দাঁড়িয়েছি একা কোন এক নির্জন দ্বীপে দারুচিনি
বনে।বিস্ময় মানি অজস্র শব্দ গান ভাষার টান আর
নিশ্চিত ঝরণার দিকে।কলস্বনা নদীর ইচ্ছেয় উদারতা মিলেমিশে মেঘ নামে...নাম হয় ত্রিস্রোতা
আরও কত কি....
২.
ভাষার বাঁধনে আটকে আছি।ঘিরেছে অহরহ বৃষ্টিলতা
রোদ্দুর আবাহনে নামে,ছেড়ে যেতে যেতে ভাবি কতটুকু নিতে পেরেছ! সবটুকু নিলে বাতাসের গন্ধে গোপন কিছু থাকে প'ড়ে,জন্ম রহস্যের মত...
আজীবন ঐ ঘোরেই বৃত্তটান।এতকিছু ছেড়ে বিষন্ন
বিষাদ-সূর্য...সব পিছনে রেখে একা দাঁড়িয়েছি
দরজায় ভৈরবী সুরে।কখনো ছায়ানটে ভরবে উঠোন
তোমাকেই দিয়ে যাব আমারই শেষ সম্বল...মনখারাপ
আর জ্যোৎস্না,ভোরের পাখির ডাক
অসাধারণ,কবি।
উত্তরমুছুনদুটো কবিতাই মন ছোঁয়া ❤️
উত্তরমুছুনদুটো কবিতাই মন ছোঁয়া ❤️
উত্তরমুছুনবেশ ভালো লাগলো। কবিকে শ্রদ্ধা জানাই 🙏
উত্তরমুছুন