শনিবার, ১ মে, ২০২১

সৌমিত্র চক্রবর্তী-র কবিতা

ক্ষরণকাল

​(​কবি​ ​শঙ্খ ঘোষ স্মরণে​) 

 

লোহুর বিন্দুরা দলবদ্ধ হয়ে এগিয়ে চলেছে, নিলয় ভেদ করে কখন যেন বাইরে এসে ফরোয়ার্ড মার্চ।

 

বুক থেকে হাত, হাত থেকে গলা, গল্পমালা এখানেই শুরু নাকি শেষ? হৃদস্পন্দন থেমে আসার দামী মূহুর্তগুলো এমন অন্ধকার বয়ে আনে!

 

যতক্ষণ শিরায় ধমনীতে কুলকুল আওয়াজ পাওয়া যায়, ধরাকে সরা জ্ঞানে দৈনন্দিন গ্লো বেড়ে যায় রক্তবীজ হয়ে।

 

শেষ যাত্রা শুরু হলো আজ, হাতে হাত আবারও গড়ে নিই আরেক শৃঙ্খল। জন্ম থেকে মৃত্যুর দরজা অবধি বাঁধন একের পর এক নাগপাশ।

 

রক্তের কণাও কমতে কমতে, কমতে কমতে একক সঙ্গীতে গিয়ে ঠেকে, একাই এগোতে থাকে ডেস্টিনেশন মগজের একান্ত ম্যাজিক বক্স।

 

চারপাশেই এত চিনচিনে ব্যাথার তরঙ্গমালা হঠাৎই ছেয়ে ফেলে, আচ্ছন্ন অবস্থা থেকেই উত্তরণ ক্রমশঃ কোমায়।

 

সমস্ত প্রত্যঙ্গ মিশে গেছে অনন্ত ব্রহ্মান্ড ছায়াপথে, শুধু একটা আঙুল তিরতির কেঁপে বলে ক্ষমা কোরো রেখে যাওয়া সব অপমানভার!

 

২টি মন্তব্য:

  1. শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় রঙিন ক্যানভাস পরিবার।

    উত্তরমুছুন
  2. শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় রঙিন ক্যানভাস পরিবার।

    উত্তরমুছুন