শনিবার, ১ মে, ২০২১

হাইকেল হাশমী-র কবিতা


এমনো তো হতে পারে

এমনো তো হতে পারে,
আমাদের কোন অস্ত্বিত নেই, কোন অদৃশ্য হাতে আমরা কেবলি খেলনা। সে আমাদের
নিয়ে খেলছে, যখন  যেমন মন চায় তার। কখনো প্রেমের খেলা, কখনো প্রতারণার
খেলা। কখনো মিলনের খেলা আর কখনো বিরহের খেলা। কখনো যুদ্ধ যুদ্ধ খেলা,
কখনো রক্তের খেলা, কখনো মৃত্যুর খেলা। সে কোথাও বসে খুশী মনে খেলছে কতো
না খেলা।

এমনো তো হতে পারে,
আমরা এই পৃথিবীতে বেঁচে আছি অন্য কোন পৃথিবীর ছায়া হয়ে। ওখানে যা ঘটছে
তার প্রতিচ্ছবি আমরা দেখছি এই পৃথিবীতে। আমাদের হাসি আর কান্না বাস্তবে
হাসছে অন্য কেউ, কাঁদছে অন্য কেউ কোথাও দূর অন্য কোন পৃথিবীতে। হয়ত অন্য
এক সমান্তরাল পৃথিবীতে।

এমনো তো হতে পারে,
আমরা যা দেখছি সেটা আসলে কিছুই না। এই পৃথিবী, এই ভূমণ্ডল, এই আকাশ,
চাঁদ, তারা, গ্রহ আর ছায়াপথ সবই একটি বিভ্রম মাত্র। আমরা ডুবে আছি একটি
ভ্রমে অনন্তকাল হতে অনন্তকাল পর্যন্ত। নিমজ্জিত এক অনিঃশেষ ঘোরে, এক
অনন্ত ভ্রমে।

এমনো তো হতে পারে,
আমরা সবাই আছি এক গভীর নিদ্রায়, দেখছি স্বপ্ন অবরিত। কারো ঘুম ভেঙ্গে যায়
বিশ বছরে, কারো হয়ত বা পঞ্চাস বছরে অথবা আশি বছরে। এই মৃত্যু হতে পারে
ঘুম ভাঙ্গানোর কোন পন্থা, হয়ত বা কোন উপায়। মরে গিয়ে জেগে উঠে দেখলাম

আসলে আমরা সবাই বেঁচে আছি! 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন