শনিবার, ১ মে, ২০২১

তৃণা চক্রবর্তী-র কবিতা  

জন্মদিনের ফুল

 

শুভেচ্ছা জানাতে জানাতে শুকিয়ে গিয়েছে

জন্মদিনের ফুল

পাপড়িগুলো হালকা, এখন হাওয়ায় উড়ে যেতে চায়

বৃত্তাকার পথ

আমি কী বলে আটকাবো !

 

হয়ত বৃষ্টি আসবে দু-একদিনের মধ্যে

হয়ত আসবে না

সমস্ত সম্ভাবনাই টেবিলের ওপর চাপা দেওয়া

সমস্ত সম্ভাবনাই ভেবে দেখা প্রয়োজন

 

দিগন্তের দু-একটা গাছ চেনা মনে হয়

তাদের কাছে যাব ভাবি

হয়ত রানওয়ের কথা মনে পড়বে

হয়ত শুভেচ্ছার কথাও

 

কথাগুলো বলা হয়ে উঠবে না

 

পাপড়িগুলো হালকা হয়ে গেছে

এখন সামান্য হাওয়ায় উড়ে যেতে চায় 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন