ঝুমস্নান
ভোরবেলাকার ঝুমস্নান সেরে ফিরবার পথে দেখি কেউ নেই
আশ্চর্যেরা ঢেঁকির মাথায় ঈশ্বরবাটি খেলায় মগ্ন ।
আমাদের যত হাতে থাকা রাশি দিতে দিতে অবসান
তবুও শালুকে বাদামি গুহায় খুঁজেই যাচ্ছে ফিতে ।
রূপকথাদের যাদের মিলও হয় না নিয়মিত
আসে কথা বলে চলে যায় তারা ভাসানের স্রোতে
ডাকিনী যোগিনী দেশের পাহাড়ে পাথরের খাঁজে ফুটছে
পাখিবংশের তুলনা চঞ্চু দু’বাহু মরুতে অক্ষরদাতা
ছাতাপাথরের ছাতারে পাখিটি বর্ষাতে আজো ভেজে
দেওরারা কেউ ছাতাও ধরে না--- ক্রমাগত শিলালুপ্ত
আমোদভ্রমণে সহকারী নিশি পোস্টম্যান-জাগা জানলাও
বৈশাখ গেলে প্রেমও কমবে, দুর্বাতে দেয়া মনোযোগ
শাসনবিষাণে শংসাপত্র সৎকথা তবু গুরুপাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন