শনিবার, ১ মে, ২০২১

অমিত কাশ্যপ-এর কবিতা


 ব্যস্ততা

কার্তিকের শেষে এক মায়া লেগে আছে

তুমি অবুঝ হয়ে না গ্রাম আর গ্রাম নেই

শীত রোদ মখমলের মতো বসে যাবে

উত্তুরে হাওয়ার মাঝে উঠোনে তোমার

 

এইভাবে সরল ভাবনা আর নেই যেনো

বিশ্বাসযোগ্য শব্দটা মনে মনে উচ্চারণ করতে পার

পাশে বসা ভদ্রলোকটি নিপাট ভালোমানুষ

পাড়ার গোবিন্দদা ভালোমানুষ নাও হতে পারেন

 

পড়শি অমলকাকু সজ্জন বলা যায় তবে মন খুলে

কোনো কথা বলা যায় না

প্রাচীন প্রবাদে ছিল দেওয়ালেরও কান আছে

এখন প্রবাদ মন নেই ব্যস্ততা গিলে খাচ্ছে সব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন